নিজস্ব প্রতিবেদক

  ২৭ আগস্ট, ২০১৮

প্রসঙ্গ ইভিএম

‘নির্বাচন কমিশন চক্রান্ত করছে’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম অভিযোগ করে বলেছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে ইভিএমে ভোটগ্রহণের বিধান প্রয়োগ করে ডিজিটাল কারচুপির সুযোগ দিতে নির্বাচন কমিশন (ইসি) চক্রান্ত করছে। গতকাল রবিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

বিবৃতিতে রেজাউল করীম বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বেশিরভাগ নেতা নির্বাচনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতির বিরোধিতা করে মতামত দেন। সে সময় প্রধান নির্বাচন কমিশনারও রাজনৈতিক নেতাদের আশ্বস্ত করে বলেছিলেন, ‘রাজনৈতিক দলগুলো না চাইলে ইভিএম চাপিয়ে দেওয়া হবে না।’

বিবৃতিতে বলা হয়, ‘দেশের জনগণকে ইভিএম সম্পর্কে পুরোপুরি সচেতন না করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম পদ্ধতি চাপিয়ে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে দেশবাসী রুখে দাঁড়াবে। ইভিএম পদ্ধতিতে ভোট কারচুপির আশঙ্কা রয়েছে। তাই তা চাপিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। সিইসি ইভিএম পদ্ধতি চালু করে একটি মহলকে ডিজিটাল কারচুপির সুযোগ করে দেওয়ার চক্রান্ত করছে। এ চক্রান্ত বন্ধ করতে হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close