চট্টগ্রাম ব্যুরো

  ২০ আগস্ট, ২০১৮

পশুর হাটে ছিনতাই পরিকল্পনা, অস্ত্রসহ গ্রেফতার ১

চট্টগ্রাম নগর থেকে অস্ত্র ও গুলিসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি পশুর হাটের ছিনতাই পরিকল্পনা ছিল তার। গতকাল রোববার সকালে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার কবরস্থানের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. জনি (২৯) বাকলিয়া থানার বাস্তুহারা কলোনির মৃত আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে আগে থেকে দুটি মামলা আছে। বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, বাকলিয়া নূর নগর হাউজিং সোসাইটি মাঠে কোরবানির পশুর হাটে ছিনতাইয়ের পরিকল্পনা নিয়েছিল পেশাদার ছিনতাইকারীদের একটি দল। এজন্য কল্পলোক আবাসিক এলাকার কবরস্থানের পাশের একটি বাসায় তারা বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে জনিকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, জনির কাছ থেকে একটি চীনে তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও সেভেন পয়েন্ট সিক্স টু বোরের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।তার সহযোগি অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জনির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close