বরিশাল প্রতিনিধি

  ১৯ আগস্ট, ২০১৮

‘বৈষম্য বিলোপ আইন’ দ্রুত প্রণয়নের দাবিতে বরিশালে মানববন্ধন

জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধের প্রস্তাবিত “বৈষম্য বিলোপ আইন” দ্রুত প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) বরিশাল জেলা কমিটি। গতকাল শনিবার সকাল ১১টায় নগরীর সদররোডস্থ অশ্বিনী কুমার টাউন হলের নামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিডিইআরএম সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা ললিত কুমার দাসের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, সাংবাদিক শুশান্ত ঘোষ, বরিশাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি ও বরিশাল গণফোরাম সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, উন্নয়ন সংস্থা রান এর নির্বাহী পরিচালক রফিকুল আলম, মাইনোরিটি রাইটস্ ফোরাম বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত।

সমাবেশে বক্তরা বলেন, ৬৬ সালে বঙ্গবন্ধু এ দেশকে পাকিস্তানীদের হাত থেকে বৈষম্যহীনতার লড়াই করে দেশ স্বাধীন করা হলেও গত ৪৭ বছরে বঞ্চিত জনগোষ্ঠীকে বৈষম্যহীনতার কারণে অবহেলিত করে রাখা হয়েছে। বক্তরা আরো বলেন, দেশের ৬৫ লাখ দলিত জনগোষ্ঠী বসবাস রয়েছে, দেশের মোট জনসংখ্যার ৪ শতাংশ। শিক্ষার অনগ্রসরতার কারণে মূল ধারার বিকল্প পেশায় যাওয়ার ক্ষেত্রে এই বৈষম্য একটি বড় বাধা হয়ে রয়েছে। যুগ যুগ ধরে এই জনগোষ্ঠী মানুষ হিসেবে একটি মর্যাদাহীন গোষ্ঠীতে পরিণত হয়ে রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close