reporterঅনলাইন ডেস্ক
  ১৯ আগস্ট, ২০১৮

মেঘনায় ডুবে যাওয়া ট্রলার থেকে ১০ জনকে উদ্ধার কোস্ট গার্ডের

গতকাল শনিবার সকাল ৯টায় কেরানীগঞ্জের জিঞ্জিরা থেকে গজারিয়া বাটার চরে যাওয়ার পথে মেঘনা নদীতে ডুবে যাওয়া একটি ইট বোঝাই ট্রলারের ১০ শ্রমিককে জীবিত উদ্ধার করেছে ঢাকা জোনের সিজি স্টেশনের বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। অতিরিক্ত বোঝাই হওয়ার কারণে ট্রলারটি ডুবে যাওয়ার সংবাদ পেয়ে কোস্ট গার্ডের উদ্ধারকারী দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় ও উদ্ধার কাজ শুরু করে। এই সময় ডুবে যাওয়া শ্রমিক আবদুল মান্নান (৩২), মো. হারুন (২৭), মো. আলমগীর (২৩), মো. ইসমাইল (৩০), মো. নুরুল হক (২৮), মো. মঈন উদ্দিন (৩৬), মো. আবু বকর (২৬), মো. হাতেম (২২), মো. আমানুল হক (২৫), মো. মহিউদ্দিনকে (২৮) মেঘনা নদী থেকে জীবিত উদ্ধার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close