জাতীয় যুব সংহতির মোহাম্মদপুর থানা কমিটি
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৮, ০০:০০

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে মাঠে নেমেছে জাতীয় যুব সংহতি। তৃণমূলকে শক্তিশালী করতে গতকাল শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে জাতীয় যুব সংহতি মোহাম্মদপুর থানার কর্মী সম্মেলন হয়েছে। সম্মেলনে মো. শাকিল আহম্মেদকে সভাপতি করে মোহাম্মদপুর থানা জাতীয় যুব সংহতি, ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা শাকিল আহম্মেদকে সভাপতি হিসেবে অভিনন্দন জানান। কর্মী সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটন ও বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো. ফকরুল আহসান শাহজাদা প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
"