reporterঅনলাইন ডেস্ক
  ১৬ আগস্ট, ২০১৮

জাতীয় শোক দিবসে কোস্টগার্ডের নানা কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড ব্যাপক কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির অংশ হিসেবে এতিমদের মাঝে খাবার বিতরণ, বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সকল জোন/ ষ্টেশনে বিশেষ দোয়া মাহফিল, প্রমান্য চিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর কর্মময়ী জীবনের উপর চিত্র অংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। কোস্টগার্ড সদর দপ্তরে দোয়া ও মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদের আতœার মাগফিরাত ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া ও মোনাজাতে বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীসহ কোস্ট গার্ড সদর দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। দুপরে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। বিকালে বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের উদ্যেগে বঙ্গবন্ধুর কর্মময়ী জীবনের উপর চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের সভানেত্রী ডাঃ আফরোজা আওরঙ্গজেব চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close