চট্টগ্রাম ব্যুরো

  ১২ আগস্ট, ২০১৮

ফেনসিডিলসহ সাবেক পররাষ্ট্রমন্ত্রীর পিএস গ্রেফতার

চট্টগ্রামে ২৪৫ বোতল ফেনসিডিলসহ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোরশেদ খানের ব্যক্তিগত সহকারী (পিএস) মোশারফকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে নগরীর কোতোয়ালি থানার বিআরটিসি মোড় থেকে মোশারফসহ আরো একজনেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অপর ব্যক্তি হলেন মো. খলিল ওরফে আহম্মদ খলিল ।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, বিআরটিসি মোড়ে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করছিল পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার থামার সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে কারটি থামিয়ে তল্লাশি করা হলে ২৪৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া দুজন জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচায় জড়িত। ফেনসিডিলগুলো তারা জনৈক মুনসুরের কাছ থেকে কিনেছেন। এনায়েত বাজার এলাকার মাদক বিক্রেতা পারভীনের কাছে তারা সেগুলো বিক্রি করতে যাচ্ছিলেন। এ ছাড়া অভিযানের সময় আমিনুল্লাহ (৩৫) নামের একজন কার থেকে নেমে পালিয়ে যান বলেও গ্রেফতাররা জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close