চট্টগ্রাম ব্যুরো

  ১২ আগস্ট, ২০১৮

চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

চট্টগ্রামের আনোয়ারায় ‘বন্দুকযুদ্ধে’ নাসির হোসেন মামুন (৩৫) নামের একাধিক মামলার এক আসামি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত মামুন তালিকাভুক্ত সন্ত্রাসী। নিহত মো. নাসির ওরফে মামুন আনোয়ারার বারাসাত ইউনিয়নের বোয়ালিয়ার বাসিন্দা। পুলিশ জানায়, শনিবার ভোররাতে উপজেলার বারাসত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের আগে শুক্রবার দুপুরে নাসির হোসেন মামুন গ্রেফতার হন। তার বিরুদ্ধে খুন, ধর্ষণ, মাদক, চাঁদাবাজি ও অস্ত্রের ১৮টি মামলা রয়েছে। পরে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাতে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। নাসিরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে নাসিরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, নিহত মামুন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। মাস ছয়েক আগে চট্টগ্রাম আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায় সে। সেখান থেকে দেশে তৈরি দুইটি বন্দুক (এলজি) ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close