চট্টগ্রাম ব্যুরো

  ০৮ আগস্ট, ২০১৮

চট্টগ্রামে চারজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা

ঢাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ কর্মসূচি থেকে আটক ৯ জনের মধ্যে চারজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

আসামিরা হলেন- ছাত্র ফেডারেশন চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সম্পাদক মারুফ হোসেন, রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক আজিউর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমদাদুল হক আশিক ও মেট্রোপলিটন সায়েন্স কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল্লাহ আল শাহেদ।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গত সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে নয়জনকে পুলিশ আটক করেছিল।

তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ফেসবুকে ইভেন্ট খুলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে।

তিনি বলেন, ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার করে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণœ করার অভিযোগে তাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মামলা দায়ের হয়েছে। এ ছাড়া সোমবার গ্রেফতার অপর পাঁচজনের বিরুদ্ধে মহানগর পুলিশ আইনে মামলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close