reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জুলাই, ২০১৮

শেষ হলো উদ্যোক্তা তৈরি প্রকল্পের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ

উদ্যোক্তা তৈরি প্রকল্প ‘নিজের বলার মতো গল্পের’ দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে। গত সোমবার বিকালে রাজধানীর কারওয়ানবাজারের টিসিবি মিলনায়তনে প্রশিক্ষণে অংশ নেয়া তরুণ-তরুণীদের হাতে সার্টিফিকেট দেওয়ার মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা উদ্যোক্তাদের সহযোগিতায় কাজ করছে সরকার। বিভিন্ন প্রতিকূলতার মাঝেও ‘নিজের বলার মতো গল্প’ এর এই উদ্যোগ এবং এর সঙ্গে তরুণদের এগিয়ে আসার প্রশংসা করেন তিনি।

দেশের ৬৪ জেলা ও ১১টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশীসহ ৬ হাজার তরুণ-তরুণীকে টানা ৯০ দিনের উদ্যোক্তা হয়ে ওঠার নানা ধরনের প্রশিক্ষণ দেয়া হয়। এই উদ্যোগের মূল দায়িত্ব পালন করেন ‘নিজের বলার মতো গল্প’ প্রকল্পের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার। উদ্যোক্তা হওয়ার নানা চ্যালেঞ্জ, নতুন আইডিয়া, ব্যবসা শুরু, পরিচালনা, বিনিয়োগ এবং মার্কেটিং প্ল্যান ইত্যাদি নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয় এ সময়। অনুষ্ঠানে বক্তব্য দেন ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও কুইন্স অ্যাওয়ার্ড বিজয়ী আয়মান সাদিক, আমরাই বাংলাদেশের প্রতিষ্ঠাতা আরিফ আর হোসাইন, গোলাম সামদানি ডনসহ আরো অনেকে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist