নিজস্ব প্রতিবেদক

  ২০ জুলাই, ২০১৮

পুরস্কার পেলেন ৪ নারী সাংবাদিক

নারীবিষয়ক সাংবাদিকতায় অবদানের জন্য পুরস্কার পেলেন চার নারীসহ ৬ সাংবাদিক। নারী ও বালিকাদের প্রতি সহিংসতা এবং যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত আর্টিকেল এবং টিভি প্রতিবেদনের এ পুরস্কার দেওয়া হয়। ‘উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক বাংলাদেশ ও নারী উন্নয়ন শক্তি’ যৌথভাবে এ পুরস্কার দিয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এই চ্যালেঞ্জিং পেশায় নারীরাও এগিয়ে আসছেন। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে।

পত্রিকায় আর্টিকেল প্রকাশের জন্য জনকণ্ঠের সাংবাদিক ওয়াজেদ হীরা প্রথম, নিউএজের কুমিল্লা প্রতিনিধি ইয়াসমিন রীমা দ্বিতীয় ও যুগান্তর পত্রিকার সাংবাদিক রীতা ভৌমিক তৃতীয় পুরস্কার অর্জন করেন। পাশাপাশি টেলিভিশনে নারীবিষয়ক রিপোর্টিংয়ের জন্য এসএ টিভির ফারজানা শোভা, সময় টিভির শাকিলা শারমিন এবং নিউজ ২৪ এর প্রতিনিধি হুমায়ন কবির সূর্য এ পুরস্কার লাভ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist