চট্টগ্রাম ব্যুরো

  ১৯ জুলাই, ২০১৮

রাইফার মৃত্যু

ম্যাক্সের এমডি ও ৩ চিকিৎসকের বিরুদ্ধে এজাহার

চট্টগ্রামে সাংবাদিক কন্যা রাইফা খানের মৃত্যুর ঘটনায় ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং অভিযুক্ত তিন চিকিৎসকের বিরুদ্ধে বুধবার বিকেলে চকবাজার থানায় এজাহার জমা দিয়েছেন রাইফার বাবা রুবেল খান। এতে ভুল চিকিৎসা, চিকিৎসায় অবহেলা, গাফিলতি, অদক্ষতা এবং আলামত নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে রাইফার মৃত্যুর পর সিভিল সার্জনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত তিন চিকিৎসক ডা. বিধান রায় চৌধুরী, কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভদেব এবং ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খানসহ ঘটনায় জড়িত অজ্ঞাতদের।

এ সময় থানায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বিএফইউজের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কুতুব উদ্দিন, দেব দুলাল ভৌমিক, রাশেদ মাহমুদ, হামিদ উল্লাহ, দৈনিক সরোয়ার সুমন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist