চবি প্রতিনিধি

  ১৭ জুলাই, ২০১৮

চবিতে আন্তর্জাতিক সম্মেলন

১৭-১৯ জুলাই তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। সম্মেলনের উপজীব্য বিষয় হলো, ‘কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম: প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড। বাংলাদেশে গণমাধ্যম, যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক এটিই প্রথম কোন আন্তর্জাতিক সম্মেলন। গতকাল সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে লিখিত বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক ও সম্মেলনের সচিব শাহাবউদ্দিন নীপু। এ সময় উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ ও সহযোগী অধ্যাপক আলী আজগর চৌধুরী।

তিনটি প্যানারি সেশন এবং ১৫ টি প্যারালাল অধিবেশনে বক্তারা তাদের মূলবক্তব্য উপস্থাপন করবেন। ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, খুলনা, কুমিল্লাসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যম বিষয়ক গবেষকেরা এতে অংশগ্রহণ করবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist