নিজস্ব প্রতিবেদক

  ১২ জুলাই, ২০১৮

জাপান যাচ্ছে ৯ সদস্যের শিশু প্রতিনিধি দল

৩০তম এশিয়া প্যাসিফিক চিলড্রেন কনভেনশনে যোগ দিতে বাংলাদেশের ৯ সদস্যের শিশু প্রতিনিধি দল জাপান যাচ্ছে। আজ বৃহস্পতিবার শিশু সাংস্কৃতিক দলটি সিঙ্গাপুর এয়ারলাইনসে ফুকুওকায় পৌঁছবে। গত মঙ্গলবার শিশু একাডেমি মিলনায়তনে শিশু সাংস্কৃতিক দলের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এ কথা জানানো হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। প্রতিমন্ত্রী বলেন, ‘এই শিশুরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এশিয়া প্যাসিফিক দেশের শিশুদের সঙ্গে। শিল্প সংস্কৃতির মাধ্যমে বিশ্বে¦ বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।

বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ-জাপান অ্যাম্বাসির কালচারাল স্পেশালিস্ট কাজী বুশরা আহমেদ তিথি এবং অ্যাম্বাসাডরদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন আরিয়ানা প্রীতি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist