আদালত প্রতিবেদক

  ১২ জুলাই, ২০১৮

চিকিৎসকদের ধর্মঘট বন্ধ চেয়ে রিট

যেকোনো পরিস্থিতিতে সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ডাকা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে, রিটে প্রত্যেক জেলা সদর হাসপাতালে কমপক্ষে ৩০ শয্যাবিশিষ্ট আইসিইউ অথবা সিসিইউ ইউনিট স্থাপনের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) সাবেক সম্পাদক অ্যাডভোকেট ড. বশির আহমেদ। রিটে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। রিটটি সংশ্লিষ্ট আদালতে উপস্থাপনের পর এর ওপর শুনানির জন্য দুপুর ২টায় সময় নির্ধারণ করা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী ড. বশির আহমেদ।

তিনি জানান, হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য রয়েছে। এই আইনজীবী বলেন, চিকিৎসাসেবার সঙ্গে মানুষের জীবন-মৃত্যুর সম্পর্ক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist