reporterঅনলাইন ডেস্ক
  ১১ জুলাই, ২০১৮

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে স্যালাইন উৎপাদন পুনরায় শুরু

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে জীবন রক্ষাকারী (আইভিফুইড) স্যালাইনের উৎপাদন পুনরায় শুরু করেছে। গত সোমবার সংস্থাটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

স্যালাইন উৎপাদনে ব্যবহৃত বিদেশি কাঁচামাল স্টপারটিটির সরবরাহ পাওয়ায় গত বৃহস্পতিবার থেকে স্যালাইন উৎপাদন পুরোদমে শুরু করা হয়। একই সঙ্গে স্যালাইনের ঘাটতি পূরণের লক্ষ্যে পালাক্রমে বাড়তি স্যালাইন উৎপাদনের পদক্ষেপও গ্রহণ করা হয়। এ সকল উৎপাদিত স্যালাইন দেশের সকল সরকারি প্রতিষ্ঠানে স্বল্পমূল্যে বিতরণ করা হয়।

গত প্রায় ৮-৯ মাস ধরে ইনস্টিটিউটের পরিচালকের বদলি ও দায়িত্ব গ্রহণের জটিলতার কারণে মালামালের ক্রয় কার্যক্রম বিলম্বিত হয়। এ ছাড়া স্যালাইন উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত কাঁচামালের মধ্যে বিদেশ থেকে আমদানিযোগ্য স্টপারটিটির মজুদ শেষ হওয়ার কারণে গত জুন মাস থেকে স্যালাইন উৎপাদন বন্ধ ছিল। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist