reporterঅনলাইন ডেস্ক
  ১১ জুলাই, ২০১৮

ঢাকায় ১৮ দেশের কোস্ট গার্ডের ওয়ার্কিং মিটিং আজ শুরু

বাংলাদেশ কোস্ট গার্ডের আয়োজনে ১৮টি দেশের কোস্ট গার্ডের সমন্বয়ে দুই দিনব্যাপী ১৪তম HEAD OF ASIAN COAST GUARD AGENCIES-এর ওয়ার্কিং লেভেল মিটিং আজ বুধবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় হোটেল দ্য ওয়েস্টিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়া, বাহরাইন, হংকং, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন, কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তুরস্ক এবং ভিয়েতনামের কোস্ট গার্ড, মেরিটাইম এজেন্সি ও RECAAP-ISC (The Regional Cooperation Agremeent on Combating Piracy and armed robbery against ships in Asia) এর ৪১জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। বিভিন্ন দেশের সমুদ্র ও উপকূলবর্তী অঞ্চলে উদ্ধার তৎপরতা, পরিবেশ দূষণ প্রতিরোধ, অবৈধ কর্মকান্ড প্রতিরোধ এবং সদস্য রাষ্ট্রগুলোর কোস্ট গার্ড বাহিনীর সক্ষমতা বৃদ্ধিসহ যৌথ মহড়া আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist