নিজস্ব প্রতিবেদক

  ১০ জুলাই, ২০১৮

শিক্ষকদের অনশন কর্মসূচিতে নাগরিক সমাজের সংহতি

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে খোলা আকাশের নিচে আমরণ অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে নাগরিক সমাজ। গতকাল সোমবার সকালে নাগরিক সমাজের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অনশনরত শিক্ষকদের মাঝে এসে এ সংহতি প্রকাশ করেন।

পাঁচ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন, শিক্ষা বার্তার সম্পাদক এ এন রাশেদা, ডিএইচইএন-এর সভাপতি অধ্যক্ষ (অব.) আবু সাইদ, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যক্ষ (অব.) ফজলুর রহমান, বাংলাদেশ শিক্ষা সমিতির সভাপতি অধ্যক্ষ রনজিৎ কুমার সাহা, এ ছাড়াও সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স।

এমপিওভুক্তির দাবিতে গত ২৫ জুন সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে অনশন শুরু করেন নন-এমপিও শিক্ষকরা। দুপুরের দিকে বৃষ্টি শুরু হলেও বেশিরভাগ শিক্ষক খোলা আকাশের নিচেই অবস্থান করেন। ওই দিনই এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয়ের গঠন করা দুই কমিটি বৈঠক করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist