reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জুলাই, ২০১৮

সামিট টেকনোপলিস ও বাংলাট্রনিক্সের মধ্যে চুক্তি সই

সামিট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান, সামিট টেকনোপলিসের সঙ্গে চীন-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি বাংলাট্রনিক্স টেকনোলজির একটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী, বাংলাট্রনিক্স টেকনোলজি গাজীপুরের কালিয়াকৈরে সামিট টেকনোপলিসের ফ্যাক্টরি বিল্ডিংয়ে মোবাইল ফোন সংযোজন, রাউটার, চার্জারসহ অন্যান্য যন্ত্রাংশ উৎপাদন করবে।

সামিট টেকনোপলিসের ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা খান এবং বাংলাট্রনিক্স টেকনোলজির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইকবাল হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বাংলাট্রনিক্স টেকনোলজি এই প্ল্যান্টে ২ মিলিয়ন থেকে ধাপ অনুসারে ১৫ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগ করবে। এই প্ল্যান্টে প্রায় ৫০০ জন দক্ষ ইঞ্জিনিয়ার কাজ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের এমডি অ্যান্ড সিইও আয়েশা খান, সামিট করপোরেশনের এএমডি ফয়সাল খান, ডিটিসির অপারেশন ডিরেক্টর জেমস ইয়াক, বাংলাট্রনিক্স টেকনোলজির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মজিবুর রহমান এবং ডিরেক্টর (ফিন্যান্স) ইঞ্জিনিয়ার ইমরুল হাসান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist