চট্টগ্রাম ব্যুরো

  ০৮ জুলাই, ২০১৮

শিল্পে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ দেওয়া হবে

শিল্পে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ প্রদানের জন্য সরকারের সিদ্ধান্ত রয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খায়েজ আহম্মদ মজুমদার। গত বৃহস্পতিবার আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, খুব শিগগিরই আমদানিকৃত এলএনজি কেজিডিসিএল বিতরণ নেটওয়ার্কে যুক্ত হতে যাচ্ছে। এলএনজি আমদানি পরবর্তী চট্টগ্রাম অঞ্চলে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা হবে। শিল্পে গ্যাস সংযোগের ক্ষেত্রে কেজিডিসিএলে গ্রাহকবান্ধব পরিবেশ বিরাজমান। শিল্পে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ দেওয়া হবে।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী মোহাম্মদ আলী চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক (বিতরণ) প্রকৌশলী দেবতোষ চাকমা, উপ-মহাব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী আমিনুর রহমান, ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মিজানুর রহমান ও ব্যবস্থাপক (জনসংযোগ) মীর মোহাম্মদ সফিউল আলমসহ চট্টগ্রাম চেম্বার প্রতিনিধি, গ্রাহক ফোরাম নেতা, বিজিএমইএ, বিকেএমইএ, রিং-রোলিং মিলস্ অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist