নিজস্ব প্রতিবেদক

  ২১ জুন, ২০১৮

জাতীয় অধ্যাপক হলেন ৩ বিশিষ্ট শিক্ষাবিদ

দেশবরেণ্য তিন শিক্ষাবিদকে জাতীয় অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) অধ্যাপক ও উপদেষ্টা ড. রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।

গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এ নিয়োগ আদেশে বলা হয়, নিয়োগপ্রাপ্ত জাতীয় অধ্যাপকরা ১৯৮১ সালের জাতীয় অধ্যাপক নিয়োগ ও সিদ্ধান্ত বিধিমালা অনুযায়ী নিযুক্ত পদের বিপরীতে দায়িত্ব পালন করবেন এবং সম্মানীসহ অন্যান্য সুবিধা ভোগ করবেন। অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও অধ্যাপক ড. আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এবং অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন। ‘জাতীয় অধ্যাপক’ একটি সম্মানিত পদ। নিয়োগপ্রাপ্তরা রাষ্ট্রীয়ভাবে কিছু সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। জাতীয় অধ্যাপকরা জাতীয় বেতন স্কেলের সর্বোচ্চ স্কেলের মূল বেতনের সমপরিমাণ সম্মানী ভাতা পাওয়ার পাশাপাশি নিজ ইচ্ছায় কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট থেকে পছন্দমতো ক্ষেত্রে গবেষণা কাজ করতে পারেন। এ পদে থাকাকালে তাদের যেসব বই-পুস্তক-গ্রন্থ ছাপানো হবে তার সুযোগ-সুবিধা তারা ভোগ করবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist