আদালত প্রতিবেদক

  ০৬ জুন, ২০১৮

ভাটারা থানার ৩ পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর ভাটারা থানার তিন পুলিশ ও এক আনসার সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন এক ক্ষুদ্র ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে মামলাটি করেছেন বারিধারা এলাকার চা-পান দোকানি মাকসুদা বেগম (৪৭)। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন। মামলার আসামিরা হলেন রাজধানীর ভাটারা থানার এসআই হাসান মাসুদ, কনস্টেবল জাকির (ড্রাইভার), অজ্ঞাতানা আরো এক কনস্টেবল ও এক আনসার সদস্য।

মামলার বিবরণ থেকে জানা যায়, বাদী মাকসুদা বেগমের বারীধারার জে-ব্লকে ২০নং রোডে চা-পান সিগারেটের দোকান আছে। গত ৩০ মে আসামিরা বাদীর দোকানে গিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। বাদী তা দিতে অস্বীকার করলে দোকানে ভাঙচুর করে ৬ হাজার টাকা ক্ষতি সাধন করে।

এ সময় বাবুল ইসলাম রাজু ফটোসাংবাদিক পরিচয় দিয়ে দোকানের মালামাল নষ্ট করার কারণ জানতে চাইলে আসামিরা বলেন, চাঁদার ১০ হাজার টাকা না দিলে যারা বাদীর পক্ষ নেবেন সবাইকে ধরে নিয়ে মাদকের মামলায় ফাঁসিয়ে দিয়ে ক্রসফায়ার দেওয়া হবে। বাদী অসহায় হয়ে ভাটারা থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দিতে গেলে তারা মামলা নিতে অস্বীকার করে। তারা বেশি বাড়াবাড়ি করলে ইয়াবার মামলা দিয়ে ক্রসফায়ারের হুমকি দেয়। বাদী বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist