চট্টগ্রাম ব্যুরো

  ০৫ জুন, ২০১৮

কোস্টগার্ডের জাহাজ ‘তাজউদ্দীন’

ভারতে সফর শেষে দেশে ফিরেছে

প্রতিবেশী ভারতে শুভেচ্ছা সফর শেষে চট্টগ্রামে ফিরে এসেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর জাহাজ ‘তাজউদ্দীন’। গতকাল সোমবার বেলা ১১টায় জাহাজটি চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা এলাকার ১৫ নম্বর ঘাটসংলগ্ন কোস্টগার্ড জেটিতে নোঙর করে।

এ সময় জাহাজটিকে কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম ওয়াসিম মাকসুদ স্বাগত জানান। উপস্থিত ছিলেন পূর্ব জোনের সিজি বেইস চট্টগ্রামের অধিনায়ক কমান্ডার এস এম মঈন উদ্দিন। এর আগে গত ২২ মে বিকেল ৫টায় চট্টগ্রাম সিজি বার্থ ত্যাগ করেছিল জাহাজটি। সফরকালীন দুই দেশের কোস্টগার্ডের মধ্যে প্রশিক্ষণ (সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা, পরিবেশদূষণ রোধকল্পে করণীয়), পারস্পরিক সম্প্রীতি ও সমঝোতা বৃদ্ধি এবং যৌথ মহড়াসহ গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাধান্য দেওয়া হয়। এ সফরের ফলে বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ড তথা দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist