তহিদুল ইসলাম, জাবি

  ০৫ জুন, ২০১৮

জাবির বন্ধ ক্যাম্পাসে সম্প্রীতির ইফতার

সৌহার্দ-সম্প্রীতির জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের সুনাম রয়েছে। দেশের দূর-দূরান্ত থেকে নানা ধর্ম-বর্ণের শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন। প্রতি বছর এসব ভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীদের কাছে রমজান মাস বিশেষ উপলক্ষ হিসেবে হাজির হয়। এই মাসে শিক্ষার্থীরা ইফতারে একত্রিত হওয়ার সুযোগ পান। রমজান মাসের ইফতার যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করার একটা মাধ্যম হতে পারে- এই বার্তা ছড়িয়ে ইফতার চলে সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

গত ২০ মে থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঈদ-গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে। ফলে অধিকাংশ বিভাগেই ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। আর এই দীর্ঘ ছুটি পেয়ে শিক্ষার্থীরা চলে যেতে শুরু করেছেন নাড়ীর টানে। ইতোমধ্যে ক্যাম্পাসে শিক্ষার্থীর সংখ্যা অনেক কমে গেছে। তবে যারা টিউশনি কিংবা পেশাগত কারণে সে সুযোগটি পাননি মূলত সেসব শিক্ষার্থীদের কাছে ইফতার সৌহার্দ-সম্প্রীতির উপলক্ষ্য হয়ে এসেছে।

পরিবার ছেড়ে আসা এসব শিক্ষার্থীরা পরিবারের সাথে ইফতারের অপূর্ণতা ঘোচাতে বন্ধুদের সাথে কেন্দ্রীয় খেলার মাঠ, টিএসসি, আবাসিক হল, ‘টারজান’ পয়েন্ট, পরিবহন চত্বর ইত্যাদি বহুল পরিচিত স্থানকে বেছে নেন। এছাড়াও আবাসিক হলের ছাদ, মাঠ, ডাইনিং-ক্যান্টিনেও ইফতারে মিলিত হন শিক্ষার্থীরা। তবে ইফতারের জন্য শিক্ষার্থীদের প্রথম পছন্দ কেন্দ্রীয় খেলার মাঠ। যেটা শিক্ষার্থীদের কাছে ‘সেন্ট্রাল ফিল্ড’ নামে পরিচিত। তবে বন্ধুমহল ছাড়াও সিনিয়র-জুনিয়র, বিভিন্ন বিভাগ ও সংগঠনও ইফতার অনুষ্ঠানের আয়োজন করছে। প্রতিদিন বিকাল হলেই খেলার মাঠ শিক্ষার্থীদের ছোট ছোট জটলায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। আকাশে বজ্রের চোখ রাঙ্গানী, কাকভেজা বৃষ্টির ভয় উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে ইফতারের জন্য জমায়েত হন। বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি অনেক সাবেক শিক্ষার্থী, এমনকি আশেপাশের বহিরগতরাও এখানে ইফতার করতে আসেন। ইফতারের আগ মুহূর্তে এখানে পথশিশু, দুস্থ-অসহায় ব্যক্তিদের আগমণ ঘটে যাদের পক্ষে অর্থ দিয়ে মজাদার ইফতার সামগ্রী কেনা সম্ভব নয়। এখানে আগত অনেকেই অসমর্থ মানুষের সাথে ইফতার ভাগাভাগি করে নেন।

রায়হান গাজী নামের এক শিক্ষার্থী বলছিলেন, ‘কেন্দ্রীয় খেলার মাঠে অনেকেই ইফতার করেন। এদের সবাই কিন্তু বর্তমান শিক্ষার্থী নয়। ক্যাম্পাসের অনেক বড় ভাই/আপু এখানে আসেন। হয়তো তারা এখানে তাদের পুরনো স্মৃতি খুঁজে পান। অনেক অসহায় মানুষও আসে। অনেককেই তাদের সাথে ইফতার করতে দেখি। এটা চমৎকার দৃশ্য। আর এখানে ইফতার করার মত আনন্দ বড় কোন রেস্টুরেন্টে পাওয়া সম্ভব না।’

তবে শিক্ষার্থীরা ইফতারের জন্য প্রথমত যে কেন্দ্রীয় খেলার মাঠকে বেছে নেন তার অন্যতম কারণ হল- হাতের নাগালেই প্রয়োজনীয় ইফতার সামগ্রীর সহজ প্রাপ্যতা। কেন্দ্রীয় খেলার মাঠের সংলগ্ন ডেইরি গেটে রয়েছে ইফতার সামগ্রীর বড় বাজার। এখানে দোকানদাররা পেয়াজু, বেগুনী, ছোলা, জিলাপী ইত্যাদি হরেক রকমের ইফতার সামগ্রীর পসরা নিয়ে হাজির হন ক্রেতাদের সামনে। ডেইরি গেট ছাড়াও জয় বাংলা গেট, বটতলা, ক্যাম্পাসের পাশ্ববর্তী বাজারগুলো, হলের দোকানেও ইফতার সামগ্রী পাওয়া যায়।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ইফতারের আয়োজন করে ইতিহাস বিভাগের ৪৩ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী। এদেরই একজন আরজু আলম বলছিলেন,‘পবিত্র রমজান মাসের ইফতার আমাদের জন্য একসাথে জমায়েত হওয়ার ভালো একটা উপলক্ষ্য। এই মাসে আমরা যারা ক্যাম্পাসে থাকি তারা একসাথে ভালো একটা সময় কাটাতে পারি। তবে ইফতারের পরে অনেকেই ব্যবহৃত প্যাকেট, কাগজ ও পানির বোতল সহ বিভিন্ন বর্জ্য যত্রতত্র ফেলে রেখে চলে যান যা ক্যাম্পাসের পরিবেশ দূষণ করছে। এ বিষয়ে আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist