নিজস্ব প্রতিবেদক

  ২৮ মে, ২০১৮

‘স্কুলের পাশে সিগারেট বিক্রি ব্যবস্থা নেবে সরকার’

স্কুলের আশপাশের দোকানে সিগারেটসহ তামাক ও তামাকজাত পণ্য বিক্রি বন্ধে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার এবং বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্কুলের আশপাশের দোকানে সিগারেটসহ তামাকজাত পণ্য বিক্রি বন্ধের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পাঠ্যপুস্তকে তামাকের ক্ষতিকর প্রভাব তুলে ধরা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। এর আগে, বাংলাদেশের স্কুলের আশপাশের ৯০ শতাংশ দোকানে সিগারেটসহ বিভিন্ন তামাক ও তামাকজাত পণ্য বিক্রি করা হয় বলে জানায় তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।

নাহিদ বলেন, ২০২০ সালের জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে যেসব পাঠ্যপুস্তক যাবে তাতে সিগারেটসহ তামাকের ক্ষতিকর দিক নিয়ে আলাদাভাবে লেখা থাকবে। ‘তামাক ও হৃদরোগ’বিষয়ক উপস্থাপনায় বলা হয়, তামাকজনিত মহামারী প্রতি বছর বিশ্বের ৭০ লাখ মানুষের প্রাণ কেড়ে নেয়। পরোক্ষ ধূমপানে মারা যায় ৯ লাখ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে প্রতি বছর সারা বিশ্বে ২০ লাখ মানুষ ও বাংলাদেশে ৩০ শতাংশ তামাক ব্যবহারের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

এবার প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার-২০১৮ এর পুরস্কার পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের আবুল কাসেম, ফিন্যানসিয়াল এক্সপ্রেসের দৌলত আক্তার মালা, সেরা টিভি রিপোর্টে এনটিভির এসএম আতিক, সেরা স্থানীয় পত্রিকা রিপোর্টে সিলেটের ডাক পত্রিকার মোহাম্মদ সিরাজুল ইসলাম। এছাড়া জুরি বোর্ডের মনোনয়নে বিশেষ সম্মাননা পেয়েছেন দৈনিক কীর্তনখোলা পত্রিকার গোলাম মর্তুজা জুয়েল।

সাংবাদিক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের, অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স-আত্মা কনভেনর মর্তুজা হায়দার লিটন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist