নিজস্ব প্রতিবেদক

  ২৭ মে, ২০১৮

বিসিকের বর্ষামেলা শুরু আজ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) নকশা কেন্দ্রের উদ্যোগে পাঁচ দিনব্যাপী বর্ষামেলা ও ত্রৈমাসিক কারুশিল্প প্রদর্শনী মতিঝিলের বিসিক ভবন চত্বরে আজ রোববার থেকে শুরু হচ্ছে। বেলা সাড়ে ১১টায় বিসিকের নকশা কেন্দ্রের জয়নাল আবেদীন প্রদর্শন কক্ষে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহা. ইফতিখার প্রধান অতিথি থেকে বর্ষামেলা ও ত্রৈমাসিক কারুশিল্প প্রদর্শনীর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিসিকের পরিচালক (নকশা ও বিপণন) মো. মাহবুবুর রহমান। বর্ষামেলায় বিসিকের নকশা কেন্দ্র থেকে হস্তশিল্পের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটিরশিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রীর স্টল থাকবে।

তা ছাড়া এ উপলক্ষে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরীকৃত পণ্যসামগ্রীর প্রদর্শনীও হবে। মেলায় হস্ত ও কুটিরশিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রীর ৬০টি স্টল স্থান পাবে। ওই মেলা ২৭ থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist