reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মে, ২০১৮

কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দীনের ভারত সফর

ভারতে শুভেচ্ছা সফরে গেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর জাহাজ তাজউদ্দীন। গতকাল মঙ্গলবার ভারতের উদ্দেশে চট্টগ্রাম সিজি বার্থ পতেঙ্গা ত্যাগ করে। সফরে জাহাজটি ভারতের চেন্নাই ও বিশাখাপট্টম বন্দরে অবস্থান করবে। এই সময় কোস্টগার্ড সদস্যদের প্রশিক্ষণ ও পারস্পরিক সম্প্রীতি ও সমঝোতা বৃদ্ধি এবং যৌথ মহড়াসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহের ওপর প্রাধান্য দেওয়া হবে। সফরে ঝঙচঅ হিসেবে কমোডর বশির উদ্দিন আহম্মেদ ও জাহাজের অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন নাজমুল হাসানের নেতৃত্বে ১৪ জন কর্মকর্তা ও ১০৪ জন নাবিক গমন করেন। জাহাজটির বন্দর ত্যাগের সময় জোনাল কমান্ডার পূর্ব জোন ক্যাপ্টেন এম ওয়াসিম মাকসুদ ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও জাহাজে কর্মরত সব অফিসার ও নাবিকের পরিবার সিজি বার্থ পতেঙ্গায় উপস্থিত থেকে প্রিয়জনদের বিদায় জানান। আগামী ৪ জুন চট্টগ্রামে ফিরবে জাহাজটি। ২০১৫ সালে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্বারক গঙট-এর আলোকে প্রতি বছরই উভয় দেশের কোস্টগার্ডের জাহাজ শুভেচ্ছা সফর করে আসছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist