রাজশাহী ব্যুরো

  ২২ মে, ২০১৮

স্কুল পর্যায়েও দেশসেরা রাজশাহী

স্কুল পর্যায়ে দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে রাজশাহী কলেজিয়েট স্কুল। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে স্কুল ও কলেজ পর্যায়ে রাজশাহীরই দুইটি দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। আর সারা দেশের মধ্যে তৃতীয়বারের মতো সেরার মুকুট অর্জন করে হ্যাটট্রিক করেছে রাজশাহী কলেজ। এর আগে ২০১৬ এবং ২০১৭ সালে দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরব অর্জন করে রাজশাহী কলেজ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর মো. আবদুল মান্নান স্বাক্ষরিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮-এর শ্রেষ্ঠ বিজয়ী তালিকায় দেখা যায়, মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন রাজশাহী কলেজিয়েট স্কুল, কলেজ পর্যায়ে রাজশাহী কলেজ, মাদ্্রাসা পর্যায়ে চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্্রাসা ডবলমুরিং ও কারিগরি পর্যায়ে দেশসেরা হয়েছে যশোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এ তথ্য নিশ্চিত করে গতকাল সোমবার রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. নুরজাহান বলেন, ঢাকায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মাধ্যমিক পর্যায়ে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে রাজশাহী কলেজিয়েট স্কুলের নাম ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান বলেন, তৃতীয়বারের মতো আমাদের কলেজ দেশসেরা হয়েছে। একইসঙ্গে দেশসেরা শিক্ষার্থী হিসেবে দুইটি ক্যাটাগরিতে আমাদের কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞানের ছাত্রী আফরা আনজুম প্রীতি ও শারমিন আরা আবেদীন নির্বাচিত হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist