খুলনা (মোংলা) প্রতিনিধি

  ২০ মে, ২০১৮

স্ত্রীর জন্য ভোট চাইলেন খুলনার মেয়র খালেক

নিজের ছেড়ে দেওয়া বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে স্ত্রীর জন্য ভোট চাইলেন খুলনা সিটি করপোরেশনে নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক। আগামী ২৬ জুন এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে তার স্ত্রী সাবেক সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার প্রার্থী হচ্ছেন।

এর আগে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বেগম হাবিবুন নাহার এই আসন থেকে বিজয়ী হন। একই বছরের ১৫ জুন তালুকদার আবদুল খালেক খুলনা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছে । গতকাল শনিবার দুপুরে মোংলা উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি স্ত্রীর জন্য ভোট চান। নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেককে এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠান তিনি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল না বিধায় ২০১৩ সালে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বড় পরাজয় হয়েছে বলে মন্তব্য করেন। তালুকদার আবদুল খালেক বলেন, ‘আর ঐক্যবদ্ধ থাকায় এবারের নির্বাচনে আওয়ামী লীগের জয় হয়েছে। এভাবে ঐক্যবদ্ধ থেকে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তা না হলে পদ্মা সেতুসহ দক্ষিণাঞ্চলের সব উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাবে।’

অনুষ্ঠানে তিনি বলেন, ‘জয়ের পেছনে মোংলা-রামপালের মানুষের অবদানের কথা মৃত্যুর আগ পর্যন্ত স্মরণ রাখব।’ মোংলা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানে তার স্ত্রী সাবেক সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে তালুকদার আবদুল খালেক এমপি নির্বাচিত হন। পরে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করে দলের হয়ে খুলনা সিটি নির্বাচনে অংশ নেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist