নিজস্ব প্রতিবেদক

  ২০ মে, ২০১৮

মিরপুরে ১২০০ মণ আম ধ্বংস

দেখতে ‘পাকা’ হলেও আসলে পাকা নয়!

দেখতে পাকা হলেও আসলে পাকা নয়Ñ এমন ১ হাজার ২০০ মণ আম জব্দ করে সেগুলো ধ্বংস করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাজধানীর মিরপুর-১ নম্বরে বেড়িবাঁধ এলাকায় ১০টি ফলের আড়তে এই অভিযান চালায় র‌্যাব। সকাল ৬টা থেকে এই অভিযান শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। এ ঘটনায় ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

র‌্যাবের পাশাপাশি বিএসটিআই এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা এ অভিযানে উপস্থিত ছিলেন। অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম আগামী এক সপ্তাহ বাজার থেকে কোনো আম না কেনার আহ্বান জানিয়েছেন। অপরিপক্ব আমে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে পাকানোর অভিযোগে এই বিপুল পরিমাণ আম জব্দ করা হয়। তিনি আরো জানান, নির্দিষ্ট সময়ের ১০ থেকে ১৫ দিন আগে আমগুলো গাছ থেকে নামানো হয়েছে। ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, বাইরে থেকে দেখে মনে হচ্ছে আমগুলো পেকে গেছে। কিন্তু ভেতরে একেবারেই কচি। আমগুলো কখন পাড়তে হবে, সেটির একটি অঞ্চলভিত্তিক ক্যালেন্ডার করে দিয়েছে সরকার। কিন্তু কিছু ব্যবসায়ী আগেই আমগুলো পেড়ে নিয়ে এসে সেটা কেমিক্যাল দিয়ে পাকানোর চেষ্টা করছে। ক্রেতাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা অন্তত আগামী এক সপ্তাহ বা ১০ দিন কোনো আম কিনবেন না। পরে যখন পুরোপুরিভাবে আম বাজারে উঠবে তখন কিনবেন। আমের বাজার নষ্ট না করতে ফরমালিন ব্যবহারকারী ব্যবসায়ীদের হুশিয়ারি দেন সারোয়ার আলম। র‌্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এই অভিযানের মাধ্যমে দুইটি বার্তা দিতে চাই, তা হলো যারা এসব খাবার এবং ফলে ভেজাল মেশান তিনি যে-ই হোন না কেন, আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব। তাই দয়া করে আমাদের এই বিশাল বাজার নষ্ট করবেন না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist