রাজশাহী ব্যুরো

  ১৯ মে, ২০১৮

দেশসেরায় হ্যাটট্রিক রাজশাহী কলেজের

দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে হ্যাটট্রিক করেছে রাজশাহী কলেজ। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। এতে সারা দেশের মধ্যে তৃতীয়বারের মতো সেরার মুকুট অর্জন করেছে রাজশাহী কলেজ। এর আগে ২০১৬ ও ১৭ সালে দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছিল রাজশাহী কলেজ।

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিদিনের সংবাদকে বলেন, তৃতীয়বারের মতো রাজশাহী কলেজ দেশসেরা হয়েছে। গত বুধবার শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে এমন ঘোষণা আসে। একই সঙ্গে দেশসেরা শিক্ষার্থী হিসেবে দুইটি ক্যাটাগরিতে রাজশাহী কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞানের ছাত্রী আফরা আনজুম প্রীতি ও শারমিন আরা আবেদীন নির্বাচিত হয়েছেন। ভবিষ্যতেও এধারা অব্যাহত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

অধ্যক্ষ বলেন, ‘এ অর্জন শিক্ষার্থীদের। তারা এখন পড়াশোনার পাশাপাশি দেশ ও জাতি গড়তে বিভিন্ন সামাজিক কাজ করে চলেছেন। সিনিয়র শিক্ষার্থীদের দেখে জুনিয়ররাও শিখছে।

শিক্ষকরা সবসময়ই বন্ধুসুলভ আচরণ করে থাকেন। দেশসেরা প্রতিষ্ঠানের স্বীকৃতির জন্য নয়, শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক মূল্যবোধ তৈরির দিকটাই আমরা নজর দেই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist