reporterঅনলাইন ডেস্ক
  ১৮ মে, ২০১৮

বাজেট বাস্তবায়নে অপচয় কমানোর আহ্বান

বাংলাদেশে জাতীয় বাজেটের আকার প্রতি বছর বাড়ছে। কিন্তু আদায় করা রাজস্ব ব্যয়ে সরকারকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, খেলাপি প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর ভর্তুকি দিতে গিয়ে অর্জিত রাজস্বের যেমন অপচয় ঘটছে তেমনি খেলাপি সংস্কৃতিকে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি উন্নয়ন প্রকল্পগুলোতেও অর্থের অপচয় ঘটছে বলে মনে করেন তারা। গতকাল বুধবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইকনোমিক্স ক্লাব আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং মোট্রোপলিটন চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবীর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ফকরুল আলমসহ অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist