জাবি প্রতিনিধি

  ০৪ মে, ২০১৮

জাবিতে ফের উপাচার্যের কার্যালয় ঘেরাও

আন্দোলনকারীদের সমালোচনা উপাচার্যপন্থীদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষক লাঞ্ছনার বিচারসহ বিভিন্ন দাবিতে ফের উপাচার্যে কার্যালয় অবরোধ করেন সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরপন্থী শিক্ষকরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারী শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, প্রক্টরের শাস্তিসহ প্রক্টরিয়াল বডির অপসারণ ও অপরাধী সব শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি, সমাজবিজ্ঞান অনুষদের ডিন নিয়োগ প্রত্যাহার, প্রভোস্ট ক্যাটাগরি থেকে নির্বাচিত সিন্ডিকেট সদস্যের প্রভোস্টশিপ সিন্ডিকেটের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত রাখা, অনতিবিলম্বে সিন্ডিকেট সভা আহ্বান, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, র‌্যাগিং, সেশনজ্যাম ও মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা, অবিলম্বে উপাচার্য প্যানেল নির্বাচনের ব্যবস্থা করা। এদিকে বর্তমান উপাচার্য ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে আন্দোলনকারী শিক্ষকদের প্রচারিত প্রচারপত্র ও সংবাদ সম্মেলনকে বানোয়াট ও মিথ্যা তথ্য উপস্থাপন করে বিভ্রান্ত করার অভিযোগ করেছেন উপাচার্যপন্থী শিক্ষকরা। একই সঙ্গে আন্দোনলকারী শিক্ষকরা ক্ষমতায় থাকাকালীন তাদের বিভিন্ন অনিয়ম ও নিয়মবহির্ভূত কার্যক্রমকে উপস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু আদর্শের শিক্ষক পরিষদের সদস্য সচিব অধ্যাপক বশির আহমেদ লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। আন্দোলকারীদের প্রচারপত্রে সম্প্রতি নয়টি হলের প্রাধ্যক্ষের মেয়াদ শেষ হওয়ায় নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়ার অভিযোগ তুলেছেন সাবেক উপাচার্য অধ্যাপক শরীফপন্থী শিক্ষকরা। এ বিষয়ে লিখিত বক্তব্যে অধ্যাপক বশির বলেন, ২০০৯ সালে অনির্বাচিত উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবীর দায়িত্ব গ্রহণ করেই একযোগে সব প্রাধ্যক্ষকে সরিয়ে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist