reporterঅনলাইন ডেস্ক
  ০৩ মে, ২০১৮

খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশে গোলটেবিল বৈঠক

বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা)-এর উদ্যোগে ‘বাংলাদেশের খাদ্য সংশ্লিষ্ট কৃষিজ পণ্যের অবস্থা এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশ, সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক পথনকশা’ এর ওপর গত ৩০ এপ্রিল সোমবার জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ (এনএসডিসি), টেলিকম ট্রেনিং সেন্টার (দ্বিতীয় তলা), তেজগাঁও শিল্প এলাকায় একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে বাপার সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী সভাপতিত্ব করেন। সঞ্চালকের দায়িত্বে ছিলেন কার্নেল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ড. মো. সালেহ আহমেদ। প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফজলে ওয়াহেদ খোন্দকার। বিশেষ অতিথি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যাায়ের প্রফেসর ড. এম এ রহিম। এ ছাড়া বাপার সদস্যবৃন্দ, কৃষির সঙ্গে জড়িত গবেষক, উদ্যোক্তা, সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাগণ বৈঠকে অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist