নিজস্ব প্রতিবেদক

  ০৩ মে, ২০১৮

লাইসেন্সবিহীন গাড়ি চালানোয় ১০ জনের সাজা

রাজধানীর একাধিক এলাকায় লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে ১০ চালককে সাজা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরএটি) ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর, কল্যাণপুর ও মানিক মিয়া এভিনিউ এলাকায় ট্রাফিক আইন অমান্যকারী গাড়িচালকদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিআরটিএ যৌথভাবে অভিযান পরিচালনা করে বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক-পশ্চিম) আবু তোরাব মো. শামসুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে ১০ চালককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন বিআরএটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাযহারুল ইসলাম। ১০ জনের মধ্যে পাঁচজনই লেগুনাচালক। বেপরোয়া গাড়ি চালানো, ফিটনেসবিহীন, রুট পারমিটবিহীন গাড়ি চালানোর অপরাধে মোট ৫৩ হাজার টাকা জরিমানা ও ২৪টি মামলার পাশাপাশি তিনটি গাড়িকে ডাম্পিং করা হয়েছে। অর্থদ- পাওয়াদের মধ্যে বাস, লেগুনা ও অটোরিকশাচালকও রয়েছে বলে জানান তিনি।

পর্যায়ক্রমে ডিএমপির অন্য ট্রাফিক বিভাগে এই যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে ডিএমপি থেকে জানানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist