reporterঅনলাইন ডেস্ক
  ২৫ এপ্রিল, ২০১৮

তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নে বিশেষ সেমিনার

তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। গত সোমবার সকাল ১০টায় পেট্রোবাংলার অধীনস্থ ১৩টি কোম্পানিসমূহের রেজিস্টার্ডকৃত ইউনিয়নসমূহের সিবিএ এবং নন-সিবিএ নেতাদের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ তেল, গ্যাস ট্যারিফ ও প্রান্তিক সুবিধাদি পুনর্নির্ধারণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক জনাব মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জনাব লিয়াকত আলীর সঞ্চালনায় কোম্পানিসমূহের বিভিন্ন সমস্যা নিয়ে নেতরা বক্তব্য রাখেন। সভায় জিটিসিএল কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, বাখরাবাদ গ্যাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদসহ অন্যান্য নেতরা বক্তব্য রাখেন। বিজিএমসি এমপ্লয়িজ ইউনিনের সভাপতি এস এম তৌফিক বেলাল বলেন, গত পাঁচ বছরের লভ্যাংশের ৫ শতাংশ টাকা কর্মচারীদের কাছ থেকে যেন কর্তন করতে না পারে সে ব্যাপারে সবাইকে সোচ্চার থাকতে হবে। কারণ, শ্রম আইন অনুযায়ী শ্রমিক কর্মচারীরা একবার কোনো সুবিধা প্রাপ্য হলে, সেই প্রাপ্যতা কর্তন করার কোনো সুযোগ নেই। তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ তার বক্তব্যে পেট্রোবাংলা কর্তৃক জ্বালানি ও গ্যাস সেক্টরের কোম্পানিগুলোর ওপর শ্রম আইন বহির্ভূত অবাস্তব কয়েকটি সিদ্ধান্তের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিহত করার ঘোষণা দেন। জ্বালানি ও গ্যাস সেক্টরকে ধ্বংসের কালো হাত থেকে যেকোনো মূল্যে রক্ষা ও ঐক্য বজায় রাখার অঙ্গীকার করেন নেতারা। সকল সমস্যাবলী উল্লেখপূর্বক মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি সম্মিলিত স্মারকলিপি প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist