reporterঅনলাইন ডেস্ক
  ২৫ এপ্রিল, ২০১৮

ঢাকা-চট্টগ্রামে বিআরটিএর অভিযান

রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৬৪টি মামলায় ১ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায়, চারজন চালক ও পাঁচজন দালালসহ ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।

গতকাল মঙ্গলবার সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। ঢাকার মতিঝিল এবং ইকুরিয়া বিআরটিএ অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ২২টি মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা আদায় এবং দুজনকে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর অধীনে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। শ্যামলী, টেকনিক্যাল এবং মিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুর রহিম সুজন। এ সময় বিভিন্ন অভিযোগে ৩৯টি মামলায় ১ লাখ ১৭ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় এবং চারজন চালককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। এ ছাড়া চট্টগ্রাম বিআরটিএ অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিবুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist