চট্টগ্রাম ব্যুরো

  ২৪ এপ্রিল, ২০১৮

গোলাপ উপহার দিয়ে আইন মানার অনুরোধ

হেলমেট পরেননি। তার ওপর মোটরসাইকেলের পেছনে নিয়েছেন অতিরিক্ত আরোহী। ছুটছেনও দ্রুতগতিতে। সেই মোটরসাইকেলের চালককে হাতেনাতে আটকাল পুলিশ ও শিক্ষার্থীরা। তবে জেল-জরিমানা নয়। উল্টো লাল গোলাপ দিয়ে জানানো হয়েছে শুভেচ্ছা। পাশাপাশি পরবর্তী সময়ে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করা হয়। আর যাদের মাথায় হেলমেট ছিল, তাদেরও ফুল দিয়ে জানানো হয়েছে শুভেচ্ছা।

চট্টগ্রাম নগরের ফয়’স লেক মোড় এলাকায় গত রোববার দুপুরে এই উদ্যোগ দেখা গেল। একের পর এক মোটরসাইকেল থামিয়ে ট্রাফিক আইন ভঙ্গ করার শাস্তি এবং হেলমেট না থাকায় দুর্ঘটনার কুফল তুলে ধরেন পুলিশ ও শিক্ষার্থীরা। এরপর এখন থেকে হেলমেট ব্যবহারের প্রতিশ্রুতি দেন চালকরা। এ উদ্যোগের পেছনে আছে পুলিশ ও শিক্ষার্থীদের নিয়ে গড়া ‘লিজেন্ডস অব ইয়ুথ’ নামে একটি দল। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের (বিসিসিপি) আয়োজনে ও আমেরিকান দূতাবাস, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসি এবং চট্টগ্রাম নগর পুলিশের সহযোগিতায় দেড় মাসের ‘পুলিশ স্টুডেন্টস এনগেজমেন্ট’ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে নগরের ইউএসটিসির ফার্মেসি ও ইংরেজি বিভাগের ছাত্রছাত্রীরা পুলিশের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ওই ওয়ার্কশপ থেকে দলটি গঠন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist