রাজশাহী ব্যুরো

  ২২ এপ্রিল, ২০১৮

রাজশাহী মহানগর পুলিশের পরিচ্ছন্নতা কর্মসূচি

রাজশাহীতে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে মহানগর পুলিশ (আরএমপি)। গতকাল শনিবার সকালে মহানগর পুলিশের সদর দফতরে এ কর্মসূচির উদ্বোধন করেন আরএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান পিপিএম। ঝাঁটা হাতে ঝাড়– দিয়ে তিনি পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন। আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের জানান, আরএমপি সদর দফতর ছাড়াও আরএমপি পুলিশ লাইন, উপ-পুলিশ কমিশনারের অফিসসমূহ, ১২টি থানা, ট্রাফিক অফিস, ডিবি অফিস, পুলিশ ফাঁড়িতেও এ কর্মসূচি পালিত হয়। বেলা ১১টায় আরএমপির সকল ইউনিটে একযোগে এই কর্মসূচি শুরু হয়। মূলত অফিস কক্ষসহ অফিস প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য পুলিশ কমিশনার এ উদ্যোগ গ্রহণ করেছেন। কর্মসূচির উদ্বোধনকালে আরএমপি পুলিশ কমিশনার মাহাবুবর রহমান পুলিশের সকল ইউনিট ইনচার্জকে নিজ নিজ অফিস প্রাঙ্গণ সব সময় পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশনা দেন। এ সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে পুলিশ কমিশনার বলেন, শুধু অফিস প্রাঙ্গণ নয় নিজ নিজ আবাসস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist