সিলেট প্রতিনিধি

  ২২ এপ্রিল, ২০১৮

ই-ফাইলিং কর্মশালা জালালাবাদ গ্যাসে

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম লিমিটেডে ই-ফাইলিং কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমকে এগিয়ে নিতে গতকাল শনিবার জালালাবাদ গ্যাস অফিসের কনফারেন্স হলে ই-ফাইলিং সিস্টেমের ওপর দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালা উদ্বোধন করেন জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নিজাম শরিফুল ইসলাম। দুটি সেশনে অনুষ্ঠিত ই-ফাইলিং প্রশিক্ষণ কর্মশালা সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়। প্রতি সেশনে ৩০ জন করে ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষকগণ জানান, ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে দ্রুত নথি নিষ্পত্তি ও গ্রাহকসেবা বৃদ্ধির লক্ষ্যে কোম্পানি নিরলসভাবে কাজ করছে। কোম্পানিতে ইতোমধ্যে ই-জিপি চালু করা হয়েছে। ই-জিপির মাধ্যমে দ্রুত দরপত্র আহ্বান করে কাজ বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থাটি মহাব্যবস্থাপক (অর্থ) খন্দকার মো. ইকরামুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. আবদুল মুমিন।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর দফতরের এটুআই কর্মসূচির ডোমেইন স্পেশালিস্ট মোহাম্মদ খোরশেদ আলম খান ও এটুআই প্রোগামের কর্মকর্তা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র অ্যাসিসট্যান্ট সেক্রেটারি সত্যজিৎ রায় দাস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist