reporterঅনলাইন ডেস্ক
  ১৮ এপ্রিল, ২০১৮

বিএসএমএমইউয়ে মুজিবনগর দিবস পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে(বিএসএমএমইউ) ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের দিন ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার।

মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ, জাতীয় চার নেতা, ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মরণ করে উপাচার্য বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার “মুজিবনগর সরকার”-এর অসামান্য অবদান রয়েছে। বর্তমানেও বাংলাদেশে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী নানাভাবে চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সকল পক্ষকে ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীকে প্রতিহত করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে যাতে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী চক্র কোনোভাবেই ক্ষমতায় না আসতে পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে।

এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আকতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আলী আসগর মোড়ল, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, ডা. শামসুন নাহার, অধ্যাপক ডা. লায়লা আঞ্জুমান বানু, অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist