reporterঅনলাইন ডেস্ক
  ১৩ এপ্রিল, ২০১৮

বিআরটিএর অভিযান

৫৮ মামলায় লক্ষাধিক টাকা জরিমানা

পরিবহনে বিভিন্ন অনিয়ম ও অপরাধের দায়ে ৫৮ মামলায় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছেন বিআরটিএর দুই ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা ও এর আশপাশে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এর আগে গত বুধবার এই অভিযান শুরু হয়। এ সময় মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩-এর অধীনে বিভিন্ন অনিয়ম ও অপরাধের দায়ে ৫৮ মামলায় ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে একটি মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর গুলিস্তান ও সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

মোটরযান অধ্যাদেশের অধীনে বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৮টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ আব্দুর রহিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত যমুনা ফিউচার পার্ক ও গুলশান এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩০টি মামলায় ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist