নিজস্ব প্রতিবেদক

  ১২ এপ্রিল, ২০১৮

১৫ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন

প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাভূক্ত ভৌগলিক এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রত্যাশী শতভাগ পরিবারের মাঝে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের আলোকিত বাংলাদেশ গড়তে “শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ” এই স্লোগান ধারণ করে আলোর পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার ১৫টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী যে ১৫টি উপজেলা উদ্বোধন করবেন তা হলো ঢাকার ধামরাই উপজেলা, কিশোরগঞ্জের নিকলী, চট্টগ্রামের রাউজান, রংপুরের পীরগঞ্জ, কুষ্টিয়ার খোকসা, সাতক্ষীরার দেবহাটা, রূপসা, ফুলতলা ও খুলনার দিঘলিয়া, নাটোরের বাগাতিপাড়া, পাবনার বেড়া, সিলেটের বিয়ানীবাজার, চুয়াডাঙ্গা সদর এবং দিনাজপুর সদর ও বিরামপুর। উপরোক্ত ১৫টি উপজেলায় ১৩,১০০.০৯ কি.মি. লাইন নির্মাণ করে বিভিন্ন শ্রেণীর ৭,৯৯,৫২৭টি সংযোগ প্রদান করা হয়েছে। এ নির্মাণ কাজের জন্য ১৮৭৯.৬৬ কোটি টাকা ব্যয় হয়েছে। আরও ১৩৫টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে যা উদ্বোধনের অপেক্ষায় আছে। এছাড়া, জুনের মধ্যে আরও ১৩৫টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হবে। পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতাভূক্ত অবশিষ্ট ১৩৯টি উপজেলা পর্যায়ক্রমে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। উল্লেখ্য, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন উপজেলার সংখ্যা ৪৬০টি। প্রধানমন্ত্রীর নির্দেশে উপজেলা ভিত্তিক শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)। এ প্রতিষ্ঠান কর্তৃক সফলভাবে দেশের ৪৬০টি উপজেলায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় মোট ৩ লক্ষ ৮২ হাজার কিঃমিঃ লাইন ও ৯,৭১০ এমভিএ ক্ষমতা সম্পন্ন ৮৩৪টি বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণের মাধ্যমে দেশের ৭৫,৮৯১টি গ্রাম বিদ্যুতায়ন করা হয়েছে। ইতোমধ্যে ৩ লক্ষ ২৫ হাজার সেচ পাম্পসহ বিভিন্ন শ্রেণীর ২ কোটি ২২ লক্ষ গ্রাহক/পরিবারকে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ) এর গতিশীল নেতৃত্ব, বলিষ্ঠ পদক্ষেপ, নিষ্ঠা, আন্তরিকতা, সততা এবং ঐকান্তিক প্রচেষ্টার ফলশ্রুতিতে উপজেলা শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম সফলভাবে এগিয়ে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।

উপজেলা শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম সফলভাবে অব্যাহত রাখায় বাপবিবোর্ডের চেয়ারম্যান বাপবিবোর্ড ও পবিসসমূহের সকল কর্মকর্তা/কর্মচারীকে ধন্যবাদ জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist