নিজস্ব প্রতিবেদক

  ১১ এপ্রিল, ২০১৮

১৫-১৭ মে ঢাকায় ‘প্রতিবন্ধিতা ব্যবস্থাপনা’ সম্মেলন

ঢাকায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে আগামী ১৫ মে সকালে বিআইসিসি সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মন্ত্রণালয়ে গতকাল মঙ্গলবার সম্মেলনের প্রস্তুতি সভায় মন্ত্রী এসব তথ্য জানান। প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে ২০১৫ সালের ১২-১৪ ডিসেম্বর ঢাকায় প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয়। ১৮টি দেশের ৪৫০ জন প্রতিনিধির অংশগ্রহণের মধ্য দিয়ে ওই সম্মেলনে আট দফা ঢাকা ঘোষণা গৃহীত হয়েছিল। এবারের সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন থাইল্যান্ডের এমপি মুনথেইন বুনতান।

মন্ত্রী মায়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসনের আন্তরিক দিকনির্দেশনা, অনুপ্রেরণায় এই সম্মেলন আয়োজিত হচ্ছে এবং তিনি সব বিষয়ে আমাদের পাশে থেকে সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist