reporterঅনলাইন ডেস্ক
  ০৫ এপ্রিল, ২০১৮

সিস্টেম লস কমাতে নাভানার সঙ্গে ঢাকা ওয়াসার চুক্তি

নন-রেভিনিউ ওয়াটার (এনআরডব্লিউ) বা সিস্টেম লস কমাতে নাভানা-প্রতিভা জেভি ও ঢাকা ওয়াসার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার হোটেল সোনারগাঁওয়ে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী আগামী ১ হাজার দিনের মধ্যে মোট ৪০৪ কোটি টাকা ব্যয়ে জোন-৩, ৪ ও ১০ এলাকাসমূহে মোট ৪৫৩ কিলোমিটার পানির লাইন নির্মাণের মাধ্যমে মোট ১৬টি ডিস্ট্রিক্ট মিটারড এরিয়ার (ডিএমএ) বাস্তবায়ন করা হবে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা ওয়াসার পক্ষে অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (ডিডব্লিউএসএনআইপি) প্রকল্প পরিচালক মো. আখতারুজ্জামান এবং নাভানা-প্রতিভা জেভির পক্ষে মো. শহিদুল্লাহ স্বাক্ষর করেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist