নিজস্ব প্রতিবেদক

  ২১ মার্চ, ২০১৮

পেপসোডেন্টের ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উদযাপন

মুখের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে পেপসোডেন্টের আয়োজনে উদ্যাপিত হয়েছে ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল মুখের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোন এবং ‘আহ্ বলুন’। গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি (বিডিএস) এর আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ওয়ার্ল্ড ডেন্টাল ফাউন্ডেশনের (এফডিআই) সভাপতি ক্যাথরিন কেলের সহযোগিতামূলক অংশগ্রহণ। সারা দেশের তিন হাজার পাঁচশোর বেশি দন্ত চিকিৎসকের অংশগ্রহণে সকালে র‌্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। দিবসটি উপলক্ষে শিশুদের বাবা ও মায়ের সঙ্গে দিনে এবং রাতে দুবার দাঁত ব্রাশে উদ্বুদ্ধ করতে অ্যানিমেশনের মাধ্যমে ‘লিটল ব্রাশ বিগব্রাশ’ এবং সবার জন্য দুই মিনিট ব্রাশ করার কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। স্বাগত বক্তব্য দেন ইউনিলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা কেদার লেলে, বিডিএসএর সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবির বুলবুল, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. জাহিদ মালিক, সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কাসেম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পুরিক্ষিত চৌধুরী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, লোকজন যাতে সনদপ্রাপ্ত দাঁতের চিকিৎসকের কাছ থেকে সেবা পায় সে ব্যাপারে সবাইকে একযোগে কাজ করতে হবে। হাঁতুড়ে ডাক্তারদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist