প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৮ মার্চ, ২০১৮

বিএসএমআরএমইউতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

জাতির জনকের আদর্শে উজ্জীবিত হয়ে দেশকে স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন দেশের প্রথম মেরিটাইম বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশের ভাইস চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল। রাজধানীর পল্লবীস্থ বিশ্ববিদ্যালয় ক্যা¤পাসে যথাযোগ্য মর্যাদায় ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৮’ উদযাপন করা হয়। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার জীবনীর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং নির্বাচিত রচনা পাঠের আয়োজন করা হয়। পরবর্তীতে দলভিত্তিক জাতীয় সংগীত পরিবেশনা প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল। এ ছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ‘উপাচার্য মেধাবৃত্তি’ প্রদান করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist