নিজস্ব প্রতিবেদক

  ১৬ মার্চ, ২০১৮

ডিএসসিসির ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ ২০ মার্চ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে রাজধানীর কাপ্তান বাজার, ডিসিসি রোড ও বনগাঁও এলাকার ফুটপাত-সড়ক অবৈধভাবে দখলে থাকা দোকান আগামী ২০ মার্চ উচ্ছেদ করা হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাপ্তান বাজার মোড়ে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে এ ঘোষণা দেন মেয়র। ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ অনুষ্ঠানের আয়োজন করে।

দীর্ঘদিন বনগাঁও এলাকার ড্রেন পরিষ্কার হয় নাÑ স্থানীয়দের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মেয়র বলেন, আগামী সপ্তাহে সাকার মেশিন দিয়ে বনগাঁও এলাকার ড্রেন পরিষ্কার করা হবে। সেই সঙ্গে পরিচ্ছন্ন বিভাগকে কাজটি তদারকির নির্দেশনা দেন তিনি। নবাবপুর রোড সংস্কারের জন্য এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী সপ্তাহে এ সড়কে কাজ শুরু করার জন্য প্রকৌশলীদের নির্দেশনা দেন মেয়র। এছাড়া কাপ্তান বাজার কমপ্লেক্স ১ নম্বর মার্কেটের দোকান মালিক সমিতির নেতারা অভিযোগ তুলে বলেন, তারা টাকা জমা দিয়ে রাখার পরও দোকান বরাদ্দ পাচ্ছেন না। এ বিষয়ে সাঈদ খোকন বলেন, এখানে বঙ্গভবন থাকায় অনেক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। এরপরও যদি এ মার্কেটে আপনাদের বরাদ্দ না হয়, তাহলে অন্য মার্কেটে বরাদ্দ দেওয়া হবে। এদিকে, অনুষ্ঠান চলাকালীন যুবীনগর আদর্শ স্কুলের শিক্ষার্থী পাপীয়া আকতার তাদের স্কুলের ভবন নির্মাণের জন্য ফান্ড চেয়ে আবেদন জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist