নিজস্ব প্রতিবেদক

  ১১ মার্চ, ২০১৮

নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন

চাল-গ্যাস-বিদ্যুতের দাম কমানো, প্রশ্নপত্র ফাঁসসহ মাদক বন্ধ ও যুক্তরাষ্ট্র-ভারতের পদ্ধতিতে গণতান্ত্রিক নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে পার্টির চেয়ারম্যান কেএম আবু হানিফ হৃদয় বলেন, ‘দ্রব্যমূল্য অতিমাত্রায় বেড়ে চলছে। সাধারণ মানুষ আজ দিশেহারা। চালের দাম ৬০ থেকে ৭০ টাকা। গ্যাস-বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধির ফলে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এভাবে একটি দেশ চলতে পারে না।’ তিনি অভিযোগ করে বলেন, সরকারের অতিমাত্রার দুর্নীতির কারণে সব কিছুতেই লাগামহীন। দেশের মানুষ নিত্যপণ্যের অতিরিক্ত দাম থেকে মুক্তি চায়, দেশের মানুষ শান্তিতে বাঁচতে চায়, দেশের জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচন যুক্তরাষ্ট্র ও ভারতের মতো গণতান্ত্রিক নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।

মানববন্ধনে পার্টির প্রেসিডিয়াম সদস্যরা বক্তব্য দেন। মানববন্ধনে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন শতাধিক থানা-উপজেলা কমিটির নেতারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist