নিজস্ব প্রতিবেদক

  ০৯ মার্চ, ২০১৮

দুর্যোগ প্রস্তুতিবিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৮ উদ্যাপন উপলক্ষে দুর্যোগ প্রস্তুতির ওপর সচেতনতা বাড়াতে তিন দিনব্যাপী দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক জাপান-বাংলাদেশ যৌথ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গুলশান ইয়ুথ ক্লাব অডিটরিয়ামে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম প্রদর্শনীটি উদ্বোধন করেন। ডিএনসিসি, জাপানি উন্নয়ন সংস্থা সিডস্ এশিয়া এবং গুলশান ইয়ুথ ক্লাবের সম্মিলিত আয়োজনে প্রদর্শনীটি শুরু হয়েছে।

জানা গেছে, আলোকচিত্রগুলোর প্রথম প্রদর্শনী বিশ্ব সাহিত্য কেন্দ্রের আর্ট গ্ল্যালারিতে গত মাসের ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় প্রদর্শনী গুলশান ইয়ুথ ক্লাবে আয়োজন করা হয়েছে, যা অবশ্য কমিউনিটি পর্যায়ের প্রথম প্রদর্শনী। প্রদর্শনীটিতে বাংলাদেশের নগর অঞ্চলের বিভিন্ন বিষয়ের মোট ৫০টি ছবি স্থান পেয়েছে। সম্প্রতি ডিএনসিসি ও সিডস এশিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোকচিত্র প্রতিযোগিতার মাধ্যমে ছবিগুলো বাছাই করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পেশাদার ও অপেশাদার আলোকচিত্রীর মোট ২৫০টি ছবি জমা পড়েছিল; যার মধ্য থেকে দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক ৫০টি ছবি নির্বাচন করা হয়। একই সঙ্গে প্রদর্শনীটিতে জাপানের বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্র ‘কোবে শিম্বুন’ থেকে প্রেরিত ২৮টি আলোকচিত্র রয়েছে। এই ছবিগুলো মূলত ১৯৯৫ সালে সংঘটিত ‘হানশিন আওয়াজি’ ভূমিকম্পের বিপর্যয় বা ক্ষয়ক্ষতির দৃশ্য ও ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন এবং পুনর্বাসন কার্যক্রমের দৃশ্য প্রাধান্য পেয়েছে। প্রদর্শনীতে বাংলাদেশি ছবিগুলোকে ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে- নগরজীবন, পরিবেশ, নগরবন্য, নগরদূষণ, আগুন এবং দুর্যোগ সহনশীলতা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিডস এশিয়া বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিহারু সাতো উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist